ডোনা গাঙ্গুলী কেন মেনে নিচ্ছেন এসব? সমলোচিত সৌরভ গাঙ্গুলী
‘দাদাগিরি’র মঞ্চে ‘মিঠাই’ থেকে শুরু করে ‘অপরাজিতা অপু’র মত জনপ্রিয় ধারাবাহিকগুলোর অভিনেতা-অভিনেত্রীরা একাধিকবার হাজির হতে দেখা গেছে। কিছুদিন আগে এই গেম শো খেলতে ‘অপরাজিত অপু’ খ্যাত অভিনেত্রী সুস্মিতা দে হাজির হয়েছিলেন। সেই ছবি অভিনেত্রী শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, সুস্মিতার হাতে চুম্বন করছেন উপস্থাপক সৌরভ গাঙ্গুলী। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তীব্র কটাক্ষের মুখে পড়েন এই প্রাক্তন ক্রিকেটার সৌরভ!
সম্প্রতি একটি বিশেষ পর্বে খেলতে এসেছিলেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাজিতা অপু’র সদস্যরা। সেখানে ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী সুস্মিতা দে ভারতীয় ক্রিকেট লের প্রাক্তন অধিনায়ককে জানিয়েছিলেন, তিনি তার বড় ভক্ত। এরপরই সৌরভকে তার হাতে চুম্বন করতে দেখা যায়। সেই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
সৌরভের এই আচরণে নেটিজেনের কারও প্রশ্ন, ডোনা গাঙ্গুলী কেন মেনে নিচ্ছেন এসব? আবার কেউ মজা করে লিখেছেন, ডোনা গাঙ্গুলী বাড়িতে থাকতে সৌরভের দাদাগিরি মঞ্চে এমন করা মোটেও উচিত হয়নি। কারও আবার প্রশ্ন, ‘ডোনা বৌদি জানে?’ সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে।