Binodon HitsBollywood
ডিসেম্বরেই বিয়ে করছেন রণবীর-আলিয়ার!
সম্প্রতি গুঞ্জন উঠেছে বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের সম্পর্ক গড়াচ্ছে বিয়ের দিকে। আর আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। এমন খবরই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তবে এসব কি কেবলই জল্পনা-কল্পনা কিনা এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, রণবীর ও আলিয়া তাদের নতুন ছবির শুটিং পিছিয়ে দিয়েছেন। ডিসেম্বরের পরিবর্তে আগামী জানুয়ারিতে শুটিংয়ের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন।
এদিকে আলিয়া ভাটের মা সোনি রাজদান মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে বলেছেন ‘আমিও জানি না বিয়েটা কবে হবে। আমি নিজেই এই খবরের জন্য অপেক্ষা করছি।’
কিন্তু বিয়ের বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট করে কোনো মন্তব্য করেননি রণবীর ও আলিয়া ভাট কেউই।