Hit NewsShooting Spot

টানা শুটের ধকল সামলে আপাতত বিশ্রামে আছেন শাকিব

গতকাল শনিবার রাতে ‘গলুই’ সিনেমার শুট শেষ করে ঢাকায় ফিরেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। যদিও এর মাঝে ব্যক্তিগত কাজে কয়েক ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন তিনি। টানা ৩৫ দিনের এই শুটিংয়ে শাকিব খানকে থাকতে হয়েছে জামালপুর ও টাঙ্গাইলে।

টানা শুটের ধকল সামলে আপাতত বিশ্রামে আছেন তিনি। ১১ নভেম্বর রাতে অংশ নিচ্ছেন একটি ই-কমার্স প্রতিষ্ঠানের অনুষ্ঠানে।সিনেমাটির পরিচালক এস এ হক অলিক জানিয়েছেন, ‘মির্জাপুরের মহেড়া জমিদার বাড়িতে শাকিব ও পূজার শুটিং শেষ হয়েছে। কিন্তু অন্যদের শুট এখনও বাকি আছে। সবকিছু ঠিক থাকলে জামালপুরে ১০ নভেম্বর আমরা ক্যামেরা বন্ধ করতে পারব। তার পর যত দ্রুত সম্ভব সিনেমাটি আমরা মুক্তি দেওয়ার চেষ্টা করব।’

এস এ হক অলিকের পরিচালনায় সিনেমাটিতে শাকিবের বিপরীতে প্রথম বার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পে নির্মাণ হচ্ছে সিনেমাটি। শাকিব-পূজা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ, কণাসহ অনেকে।

‘গলুই’ সিনেমার মাধ্যমে প্রথম বার অনুদানের সিনেমায় নাম লিখিয়েছেন শাকিব খান। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button