জয়ার নতুন চমক! (ভিডিও)
দুই বাংলার প্রশংসিত অভিনেত্রী জয়া আহসান। একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন তিনি। এবার আসছে এই অভিনেত্রীর নতুন সিনেমা।
‘জয়া আর শারমিন’ শিরোনামে এই সিনেমা পরিচালনা করেছেন পিপলু আর খান। এতে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। অন্যদিকে শারমিন চরিত্রে দেখা যাবে মঞ্চের মেধাবী অভিনেত্রী মহসিনা আক্তারকে।
এ সিনেমা প্রসঙ্গে জয়া আহসান বলেন—‘‘অবশেষে, ‘জয়া আর শারমিন’। দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা সিনেমা। কিন্তু আশা রাখি, এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে।’’
সহশিল্পী মহসিনা প্রসঙ্গে জয়া বলেন, ‘থিয়েটারের গুণী শিল্পী মহসিনা অভিনয় করেছেন এতে। ওর জন্য আমার শুভকামনা।’
করোনা সংকটের সময়ে এ সিনেমার কাজ করেন জয়া। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’-এর ব্যানারে নির্মিত হয়েছে সিনেমা।