Dance and SongSpecial
জনপ্রিয় হিরো আলমের সিনেমায় রানু মণ্ডল
আগামী ২০ নভেম্বর শুরু করতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হিরো আলমের নতুন সিনেমার শুটিং। হিরো আলমের সেই নতুন দুই ছবিতে দুটি গানে কণ্ঠ দেবেন আলোচিত রানাঘাটের সেই রানু মণ্ডল।
রানু মণ্ডলের কণ্ঠ দেওয়ার বিষয়টি হিরো আলম নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রানু মণ্ডলের সঙ্গে আমার আজকেই কথা হয়েছে। তিনি আমার ছবিতে গান গাইতে সম্মতি দিয়েছেন। আশা করি তার গানগুলো দর্শকরা গ্রহণ করবে।’
জানা গেছে, হিরো আলমের প্রোডাকশনের তৃতীয় এবং চতুর্থ সিনেমা দুটির পরিচালনা করবেন রাজু চৌধুরী এবং বাবু রেজা।