চুমু নিয়ে তিক্ত অভিজ্ঞতা রাশমিকার, ট্রলের বন্যায় আদিপুরুষ টিজার (ভিডিও)
ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দান। রাশমিকা মান্দানার ‘ডিয়ার কমরেড’ সিনেমায় অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে একটি চুম্বন দৃশ্য রয়েছে। এক সাক্ষাৎকারে সেই দৃশ্য নিয়ে কথা বলেছেন এই নায়িকা।
ব্যক্তিগত জীবনে রাশমিকার সঙ্গে বিজয়ের প্রেমের গুঞ্জন শোনা যায়। তাই তাদের সম্পর্কের সমীকরণ প্রায়ই আলোচনায় আসে। পর্দায় তাদের রসায়ন বিশেষ করে ‘ডিয়ার কমরেড’ সিনেমার চুম্বন দৃশ্য ও পরবর্তী সময়ে এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বিদ্রূপও হয়।
রাশমিকা বলেন, ‘জানি না কীভাবে সেই সময়গুলো পার করেছি। ব্যক্তি হিসেবে আমি খুবই আবেগপ্রবণ এবং কাছের মানুষদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। এই দৃশ্যটির পর সবাই আমাকে কল করে বলেছিল, সব ঠিকঠাক রয়েছে। কিন্তু অনেক বিদ্রূপও শুনতে হয়েছে।’
এই অভিনেত্রী জানান, তাকে নিয়ে আপত্তিকর অনেক কিছু পত্রিকায় ছাপা হয়েছিল যা তার জন্য অনেক কষ্টের ছিল। তার ভাষায়, ‘আমি অনেক কিছু পড়েছিলাম, যা আমার জন্য অনেক কষ্টের ছিল। দুঃস্বপ্ন দেখতাম যে, সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। প্রায়ই এই স্বপ্ন দেখতাম। অনেক দিন দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যেত এবং বসে বসে কাঁদতাম। এমনও হয়েছে কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠতাম।’
রাশমিকার পরবর্তী সিনেমা ‘গুডবাই’। এই সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হচ্ছে। এতে আরো আছেন— অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা, পাভেল গুলাটি প্রমুখ। আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। এছাড়াও ‘মিশন মজনু’, ‘অ্যানিমেল’, ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।
অন্যদিকে, আদিপুরুষ সিনেমা। বিগ বাজেটের একটি ভারতীয় চলচ্চিত্র। সিনেমার বাজেট প্রায় ৫০০ কোটি রুপি! দু’বছর ধরে চলেছে শুটিং আর এডিটিং। প্রস্তুতি ছিলো তারও আগে থেকে। রোববার ভারতের বিখ্যাত শহর অযোধ্যায় বিশাল আয়োজনের মধ্য দিয়ে উন্মোচন করা হয় ‘আদিপুরুষ’ এর টিজার। কিন্তু, প্রকাশ্যে আসার পর প্রশংসা তো দূরের কথা, বরং ট্রলের বন্যায় ভাসছে বহুল প্রতীক্ষিত এ সিনেমার টিজার।
ওম রাউত পরিচালিত এ সিনেমায় রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। যার বিপরীতে সীতা চরিত্রে থাকবেন কৃতি স্যানন। অপরদিকে, জনপ্রিয় বলিউড অভিনেতা সাইফ আলী খান আছেন লাঙ্কেশ বা রাবণের ভূমিকায়।
‘আদিপুরুষ’ এর টিজারের শুরুতেই প্রভাসকে দেখা যায় সাগরের তলদেশে ধ্যানমগ্ন থাকে। তাকে ঘিরে ধরেছে শত্রুরা। আর তীর-ধনুক দিয়ে শত্রুদের সঙ্গে লড়ছেন প্রভাস। পরবর্তী সময়ে নীল চোখ ও দশ মাথার রাবণরূপী সাইফ আলী খানকেও দেখা যায়। ১ মিনিট ৪৬ সেকেন্ডের এ টিজারে সীতা রূপে এক ঝলকের দেখা মিলেছে কৃতিরও।
‘আদিপুরুষ’ এর টিজার রিলিজের পর থেকেই নেটিজেনদের মধ্যে উঠেছে সমালোচনার ঝড়। জানা গেছে, ৫০০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় ২৫০ কোটি রুপিই নাকি ব্যয় হয়েছে শুধু ভিএফএক্সের পেছনে। কিন্তু অনেক সাধের এই ভিএফএক্স নিয়েই সবচেয়ে বেশি অসন্তুষ্ট দর্শক। তারা বলছেন, এটা সিনেমা নয়, বরং কার্টুন। অনেকে আবার এটিকে নব্বই দশকের টিভি সিরিজ আলিফ লায়লার সঙ্গেও তুলনা করছেন।
এছাড়া প্রভাস ও সাইফের লুক নিয়েও আপত্তি তুলেছেন কেউ কেউ। তবে এ সিনেমা প্রসঙ্গে প্রভাস বলেন, এ ধরনের একটি চরিত্রে অভিনয় করতে পারা খুবই গর্বের। একই সঙ্গে অনেক দায়িত্বও এসে পড়ে। আশা করছি, আমাদের দেশের তরুণ প্রজন্মের এ সিনেমা ভালো লাগবে।
‘বাহুবলী’র পর প্রভাস যে খ্যাতি পেয়েছেন, তা ক্রমশ খাদের কিনারায় পৌঁছে যাচ্ছে। ২০১৯ সালের ‘সাহো’ কিংবা চলতি বছরের ‘রাধে শ্যাম’ কোনোটিই সন্তুষ্ট করতে পারেনি দর্শককে। সমালোচনার দিক দিয়ে ‘আদিপুরুষ’ এবার ওই দুটি সিনেমাকেও যেনো ছাড়িয়ে গেলো।