ObituaryOTT

চলে গেলেন ফ্রেন্ডস তারকা মাইকেল টাইলার

টিভি সিরিজ ফ্রেন্ডস এর অভিনেতা জেমস মাইকেল টাইলার মারা গেছেন। তিনি সিরিজটিতে গানথার চরিত্রে অভিনয় করতেন। ফ্রেন্ডস সিরিজের মূল ছয় বন্ধুর চরিত্রে না থাকলেও তিনি অনেক পর্বে ছিলেন। ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত, জেমস মাইকেল টাইলার সিটকমে গান্থার চরিত্রে অভিনয় করেছিলেন টাইলার। তিনি সেন্ট্রাল পার্কের একটি কফি শপের কর্মী ছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ৫৯ বছর বয়সী টাইলার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

টাইলারের ম্যানেজার জানান, রোববার সকালে লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২০১৮ সাল থেকে প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন তিনি। তার ম্যানেজার বলেন, সবাই হয়তো তাকে গানথার নামে চেনে। কিন্তত তার কাছের মানুষরা জানে সে একজন পূর্ণ অভিনেতা, ক্যানসার সচেতনতাকর্মী ও একজন ভালো স্বামী। চলতি বছর মে মাসে মুক্তি পাওয়া ফ্রেন্ডস রিইউনিয়নেও তাকে দেখা গেছে। তখন তিনি বলেছিলেন, এই ১০ বছর ছিল তার জীবনের সেরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button