Binodon HitsHit NewsOthers

চতুর্থ মিশনে আল্লু অর্জুন (ভিডিও সহ)

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। অন্যদিকে নির্মাতা ত্রিবিক্রম শ্রীনিবাস তার ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। এই দুজন একসঙ্গে তিনটি সিনেমার কাজ করেছেন। প্রত্যেকটি সিনেমা বক্স অফিসে সফল। এর কারণে ফের ম্যাজিক দেখাতে আসছেন এই দুই তারকা। চতুর্থ মিশনে নামছেন তারা।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, নাম ঠিক না হওয়া এ সিনেমার অভিনেতা-অভিনেত্রী এবং শুটিং টিম চূড়ান্ত করেছেন পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাস। সবকিছু ঠিক থাকলে এটি হবে আল্লু অর্জুন ও ত্রিবিক্রমের চতুর্থ ম্যাজিক। আপাতত ‘পুষ্পা টু’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন আল্লু। এ সিনেমার কাজ শেষ করে ত্রিবিক্রমের নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন এই নায়ক।

২০১২ সালে প্রথম ত্রিবিক্রমের নির্দেশনায় ‘জুলেই’ সিনেমায় অভিনয় করেন আল্লু অর্জুন। ৩৬ কোটি রুপি বাজেটের এ সিনেমা মোট আয় করে ১০৩ কোটি রুপি। তিন বছরের বিরতি নিয়ে এ পরিচালকের ‘সান অফ (এস/ও) সত্যমূর্তি’ সিনেমায় অভিনয় করেন আল্লু অর্জুন। এটিও বক্স অফিসে ব্যবসা সফল সিনেমায় পরিণত হয়। সর্বশেষ এ জুটির তৃতীয় মিশন ‘আলা ভাইকুন্তাপুরামলো’ ২০২০ সালে মুক্তি পায়। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ২৮০ কোটি রুপি।

আল্লু অর্জুন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটি পরিচালনা করেন সুকুমার। বক্স অফিসে ৩০০ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button