Binodon HitsHit NewsOTTSpecial

চঞ্চলের প্রশংসায় পঞ্চমুখ পশ্চিমবঙ্গের তারকারাও! (ভিডিওসহ)

হাওয়ার চলচ্চিত্রের পর কারাগার। আর কারগার বের হওয়ার পর থেকে ‘কারাগার’-এ মজে আছেন সাধারণ দর্শক থেকে তারকারাও। বিশেষ করে নায়ক চঞ্চল চৌধুরীর অসাধারণ অভিনয়ে এ সিরিজ ঝড় তুলেছে দুই বাংলাতেই। এই সিরিজ এবং বিশেষ করে চঞ্চল চৌধুরীর অভিনয় দেখে মুগ্ধ পশ্চিমবঙ্গের তারকারাও। সাধুবাদ জানিয়েছেন চঞ্চল চৌধুরীকে।



কারাগার সিরিজে ১৪৫ নম্বর সেলের রহস্যময় এই আগন্তুক কয়েদিই যেনো ছবিপ্রেমীদের টেলিভিশন স্ক্রিনে আটকে রাখার সব রসদ রাখেন। এই চরিত্রে চঞ্চল চৌধুরী তার মান আরও একবার বোঝালেন দর্শককে। নিখুঁত অভিনয়গুণে মুগ্ধ করে তুলেছেন সাধারণ দর্শক থেকে তারকাদের।

ক’দিন আগেই চঞ্চল চৌধুরীর অভিনয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। পোস্টের শেষ লাইন ছিল: ‘আপনি আমাদের গোটা উপমহাদেশের গর্ব।’ সৃজিতকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করতে ভোলেননি চঞ্চল চৌধুরীও।



‘কারাগার’ নিয়ে টালিপাড়ার তারকাদের কাছে জানতে চাইলে পরিচালক সৈয়দ আহমেদ শওকির প্রশংসা তো উঠে এলোই, সেই সঙ্গে তারা এখন চঞ্চল চৌধুরীর বড় ভক্তও হয়ে গেছেন বলে জানান। তার চোখের চাউনি, অধ্যবসায়, অসামান্য অভিনয় থেকে মানুষ চঞ্চল চৌধুরী–সবই উঠে এলো কথা প্রসঙ্গে।




রহস্যে ভরা বাংলাদেশের এই সিরিজটি এরই মধ্যে একটি আলাদা জায়গা তৈরি করে নিয়েছে। বিশেষ করে চঞ্চল চৌধুরীর অসাধারণ অভিনয়। যে অভিনয়ে মুগ্ধ দর্শক থেকে তারকারা। আর তাই এই সিরিজের প্রথম সিজন শেষ হতেই শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় সিজনের অধীর প্রতীক্ষা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button