Dance and SongHit NewsSpecial

ক্লাসরুম মাতাতে চলেছেন তাহসান ও ঐশী (ভিডিও)

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে গান গেয়ে মাতাবেন নতুন প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী ঐশী। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বসবে তাহসান ও ঐশী ভক্তদের মেলা। দুই সুপার রকস্টারের মনমাতানো সব গানে মাতবে ক্লাসরুমের ছেলে-মেয়েরা।

আসছে ২৮ অক্টোবর এসএসসি-২০০১ ব্যাচের ফেসবুককেন্দ্রিক জনপ্রিয় গ্রুপ ‘ক্লাসরুম’র ২১ বছর পূর্তি অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সকল বন্ধু একত্রিত হবে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। তাহসান-ঐশী ছাড়াও ক্লাসরুম বন্ধু রাফায়েল মুরসালিনের পারফরম্যান্স, ডিজেসহ দিনভর আনন্দে ও গানে উৎসবমুখর পরিবেশে কাটাবে ক্লাসরুমের আগত বন্ধুরা।

ক্লাসরুম কর্তৃপক্ষ জানায়, ‘গত বছর নগরবাউল জেমস জনপ্রিয় সব গান দিয়ে ক্লাসরুম মাতায়। সেটি ছিল ইতিহাস! এবার ক্লাসরুম মাতাবেন তাহসান ও ঐশী। যাদের গানে বুদ হয়ে যায় দেশের সবাই। এই ২১ বছর পূর্তিতে সব বন্ধুকে একত্রিত করতেই ফের আমরা মিলিত হচ্ছি এক ছাদের নিচে। বন্ধুদের নিয়ে হবে খাওয়া-দাওয়া, আনন্দ, গানে মাতামাতি আর আড্ডা।’

তাহসান বলেন, ‘দেখা হবে ২৮ অক্টোবরে। প্রিয় সব গান হবে। আশা করছি, উপভোগ্য একটি অনুষ্ঠান হবে।’

ঐশী বলেন, ‘আমি বরাবরই এমন ধরনের আয়োজন পছন্দ করি। যেখানে গানের সঙ্গে প্রিয় বন্ধুদের আড্ডা-দারুণ বিষয়! আশা করছি, সেদিন দেখা হবে ক্লাসরুমের দুষ্টু পোলাপানের সঙ্গে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button