কবে আসছে ‘পুনর্জন্ম ৪’? (ভিডিও)
চ্যানেল আই এর আলোচিত নাটক ‘পুনর্জন্ম’। প্রায় এক বছর অপেক্ষার পরে এই সিক্যুয়ালের তৃতীয় পর্ব অর্থাৎ ‘পুনর্জন্ম ৩’ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এবং অনেকটা অসমাপ্ত রেখেই শেষ হয়েছে পুনর্জন্ম ৩। যদিও তৃতীয় পর্বেই ঘোষণা দেওয়া হয়েছে যে এর পর আসছে পুনর্জন্ম এর অন্তিম বা শেষ পর্ব। এবার জানা গেলো কবে আসছে পুনর্জন্ম ৪ বা পুনর্জন্ম এর অন্তিম পর্বটি।
পুনর্জন্ম এর নির্মাতা ভিকি জাহেদ জানান, পুনর্জন্ম নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। আগামী তিন-চার মাসের মধ্যেই আসতে যাচ্ছে পুনর্জন্ম ৪ বা পুনর্জন্ম এর অন্তিম পর্বটি।
চ্যানেল আইয়ের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘পুনর্জন্ম ৩’ নাটকটি মুক্তি পায়। টেলিভিশনে ‘পুনর্জন্ম ৩’ এর ৬০ মিনিটের ভার্সনটি সম্প্রচার হলেও, ইউটিউবে ৮৫ মিনিটের পূর্ণ ভার্সনটি দর্শক দেখতে পান।
২ অক্টোবর ইউটিউবে উন্মুক্ত হওয়ার পর ‘পুনর্জন্ম ৩’ এর এখন পর্যন্ত ভিউ প্রায় ৫৩ লাখ।
‘পুনর্জন্ম ৩’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, নওশাবা, খায়রুল বাসার, শাহেদ আলী, মুকুল সিরাজ প্রমুখ।