Hit NewsOTTSpecial

কবে আসছে ‘কারাগার পার্ট টু’? (ভিডিও)

চলতি বছরের আগস্টে ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পায় চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’। এতে অনবদ্য অভিনয় করে দর্শকের প্রশংসায় ভাসছেন এই অভিনেতা।

সৈয়দ আহমেদ শাওকী নির্মিত ওয়েব সিরিজে রহস্যময় এক কয়েদির চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে। হঠাৎ কারাগারের ১৪৫ নম্বর কক্ষে আবির্ভূত হন তিনি। যিনি কিনা বোবা এবং বধির।

ইশারা ভাষায় মাধ্যমে জানান, নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের হত্যার অপরাধে প্রায় দুইশ বছর ধরে কারাগারে আছেন তিনি। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।

ওয়েব সিরিজটির পার্ট ওয়ান দেখার পর সবার একটাই প্রশ্ন ছিল, কবে আসবে ‘কারাগার পার্ট টু’। সেই প্রশ্নের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেছে।

ওয়েব প্ল্যাটফর্ম হইচই তাদের সিজন সিক্স ঘোষণা করেছে। অডিও-ভিস্যুয়াল প্রেজেন্টেশনে দেওয়া ঘোষণায় জানানো হয়েছে ‘কারাগার পার্ট টু’ আসছে ডিসেম্বরে। অর্থাৎ পার্ট ওয়ান এ তৈরি হওয়া রহস্যের জট ও প্রশ্নের উত্তর পেতে দর্শকদের অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত।

জানা যায়, হইচইয়ের ষষ্ঠ সিজনে বাংলাদেশ থেকে আরো নির্মিত হতে যাচ্ছে তানিম নূর পরিচালিত গোয়েন্দা সিরিজ ‘কাইজার লেভেল টু’। অমিতাভ রেজা পরিচালিত ‘বোধ’। মোশাররফ করিম অভিনীত ও আশফাক নিপুন পরিচালিত ‘মহানগর ২’ আসবে আগামী বছর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button