DhallywoodHit News
এবারও বিশেষ আয়োজনে পাঁচ তারকা হোটেলে জন্মদিন পালন করবেন পরী
বাংলাদেশের সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণির জন্মদিন আগামীকাল (২৪ অক্টোবর)। এবারও বিশেষ আয়োজনে নিজের জন্মদিন পালন করবেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচিত এই নায়িকা। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে রোববার সন্ধ্যায় কাছের মানুষদের নিয়ে জন্মদিনের কেক কাটবেন পরী।
তার জন্মদিন উপলক্ষে ‘গুনিন’ ওয়েব ফিল্মের সেট থেকে ছুটি নিয়ে ঢাকায় ফিরেছেন চিত্রনায়িকা। প্রতিবছর তার জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য ড্রেস কোড রাখেন। এবার সেই ড্রেস কোড পুরুষের জন্য সাদা আর নারীর জন্য লাল। এভাবেই গেল কয়েক বছর নিজের জন্মদিনে বিশেষ আয়োজন করে আলোচনায় থাকেন পরী মণি।
বর্তমানে এই চিত্রনায়িকা ‘গুনিন’ শিরোনামের ওয়েব ফিল্মের শুটে ব্যস্ত আছেন। এর পর তিনি ‘মা’, ‘প্রীতিলতা’ ও ‘বায়োপিক’ সিনেমার শুটে অংশ নেবেন বলে জানা গেছে।