চ্যানেল আই এর আলোচিত নাটক ‘পুনর্জন্ম’র সিক্যুয়াল। এই সিক্যুয়ালের তৃতীয় পর্ব অর্থাৎ ‘পুনর্জন্ম ৩’ এরই মধ্যে টেলিভিশনে প্রচার হয়েছে। চ্যানেল আইয়ের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রচারিত নাটকটি আগেই ঘোষণা দেয়া ছিল টিভিতে প্রচারের পর ইউটিউবে আসবে।
চ্যানেল আই কর্তৃপক্ষ জানায়, ইউটিউবে এই নাটকটি বাড়তি সংযোজন করে উন্মুক্ত করা হবে। এতে দর্শকদের কাছে আরও উপভোগ্য হয়ে উঠবে ‘পুনর্জন্ম ৩’।
টেলিভিশনে ‘পুনর্জন্ম ৩’ এর ৬০ মিনিটের ভার্সনটি সম্প্রচার হয়েছে, কিন্তু ইউটিউবে ৮৫ মিনিটের পূর্ণ ভার্সনটি দর্শক দেখতে পারবেন বলে জানান নির্মাতা ভিকি জাহেদ।
চ্যানেল আই কর্তৃপক্ষ জানায়, আজ রোববার সন্ধ্যা ৭টায় চ্যানেল আই প্রাইম এর ইউটিউবে উন্মুক্ত হবে ‘পুনর্জন্ম ৩’।
‘পুনর্জন্ম ৩’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, নওশাবা, খায়রুল বাসার, শাহেদ আলী, মুকুল সিরাজ প্রমুখ।