Dance and SongHit News

আসিফের পর এবার আসিফকে নিয়ে ন্যানসির স্ট্যাটাস

আসিফ আকবর ও নাজমুন মুনিরা ন্যানসি সংগীত ভুবনের জনপ্রিয় দুইজনের মাঝে দীর্ঘ দিন ধরে সম্পর্ক ভালো যাচ্ছে না। বিশেষ করে আসিফের বিরুদ্ধে মামলা করার পর তা চরম তিক্ততায় রূপ নেয়। তবে গত ৩০ জুলাই আসিফ আকবার এক ফেসবুক পোস্টে জানান, ন্যানসির সঙ্গে তার দূরত্ব ঘুচে গেছে। এমন খবরে ন্যানসি-আসিফের ভক্তরাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। কিন্তু এসবই তুড়িতে উড়িয়ে দিলেন ন্যানসি। বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় ন্যানসি তার ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। যা দেখে হতবাক নেটিজেনরা।

ন্যানসি তার লেখার শুরুতে বলেন—‘আমার সর্বকনিষ্ঠ কন্যাকে দেখার উপলক্ষ্যে অনেক তারকাদের মতো আমন্ত্রিত ছিলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। শিল্পী আসিফ আমাদের সবার প্ৰিয়। কিন্তু উনার আমার সাথে করা পূর্বের ধারাবাহিক মিথ্যা-অসম্মানজনক অন্যায় কথা কোনোভাবেই আমার কাছে ক্ষমার যোগ্য নয়।’

২০২০ সালে ময়মনসিংহের কোতোয়ালি থানায় আসিফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ন্যানসি। এ মামলা চলমান। এ বিষয়ে ন্যানসি বলেন, ‘নিরুপায় হয়ে আইনের দ্বারস্থ হবার পর বাকি বিষয় চলমান, আদালত বিচার প্রক্রিয়ায় যা সিদ্ধান্ত নেবেন তাই হবে।’

গুঞ্জন উড়ছিল আসিফের সঙ্গে ডুয়েট অ্যালবাম করতে যাচ্ছেন ন্যানসি। কিন্তু খবর সত্য নয় বলে জানান ন্যানসি। তার ভাষায়—‘আসিফ আকবরের সঙ্গে কোনো ডুয়েট অ্যালবাম করার প্রস্তাব কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসেনি, আসলেও করার প্রশ্নই আসে না। যথেষ্ট জল ঘোলা হয়েছে, আর নয়। আসিফ আকবরের আমার সঙ্গে গান প্রকাশের ইচ্ছে থাকলে সেটা একান্তই তার নিজস্ব ইচ্ছে, আমার নয়। আমি আমার পূর্বের অ্যালবামের প্রাপ্য সম্মানী ফেরত চাই, সস্তা পাবলিসিটি নয়!’

ন্যানসির এই পোস্ট দেখে নেটিজেনদের বিস্ময়ের শেষ নেই। মানিক নামে একজন লিখেছেন, ‘হতাশ, আমি একদম হতাশ।’ ফেরদৌস অভি লিখেছেন, ‘একেক সময় একেক কথা বলেন।’ অনেকে সন্দেহ প্রকাশ করে লিখেছেন, ‘ন্যানসির ফেসবুক আইডি হ্যাকড হয়েছে।’ যদিও এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button