Binodon HitsOTT

আসছে ভাইরাল বিগ বাজেটের ওয়েব সিরিজ ‘নেটওয়ার্ক’

আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা সৈকত নাসিরের ক্রাইম থ্রিলার বিগ বাজেটের ওয়েব সিরিজ ‘নেটওয়ার্ক’। এরই মধ্যে এই ওয়েব সিরিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গত অক্টোবর থেকে চট্টগ্রাম-রাঙামাটি-কক্সবাজারে এর শুটিং হয়েছে। এই সিরিজটির তিনটি সিজন নির্মিত হবে। এরমধ্যে শেষ করেছেন প্রথম সিজনের কাজ। চলছে দ্বিতীয় সিজন। প্রতিটি সিজনে থাকছে ৮টি পর্ব।

সৈকত জানান, এই সিরিজের গল্প ভারত, বাংলাদেশ ও মিয়ানমারের মাদক নেটওয়ার্ক নিয়ে। যে নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু হিসেবে সিরিজে দেখানো হবে চট্টগ্রামের আনোয়ারা। সিরিজটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখছেন আব্দুল্লাহ জহির বাবু। সিরিজটির মূল প্রেক্ষাপট মাদক ও ক্রাইম। এটি ক্রাইম থ্রিলার। লেডি মাফিয়ার গল্প উঠে আসবে। বাইক, স্পিডবোট ও হেলিকপ্টারের চেজিং থাকছে। এতো বাজেট ও ক্যানভাস নিয়ে এখানে এমন সিরিজ আর হয়েছে বা হচ্ছে বলে আমার জানা নেই।’

ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে নতুন বছরে এটি উন্মুক্ত হবে। ‘নেটওয়ার্ক’ সিরিজে লেডি মাফিয়া চরিত্রে অভিনয় করেছেন নিপা আহমেদ রিয়েলি। আরও অভিনয় করছেন সাজ্জাদ হোসাইন, কাজী নওশাবা, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, রাহা তানহা খান, সাইফ খানসহ আরো অনেকে। শিগগিরই মুক্তি পাবে সৈকত নাসিরের সিনেমা তালাশ। এছাড়া তার আরও বেশকটি সিনেমা মুক্তির জন্য প্রস্তুত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button