Main Binodonবিনোদন বাংলা

তিন দিনে কত আয় করল ‘ফাইটার’?

গত বছর ‘পাঠান’ দিয়ে বলিউডে প্রত্যাবর্তন ঘটেছে শাহরুখ খানের। ‘টাইগার থ্রি’ দিয়ে বক্স অফিসে রাজত্ব ফিরে পেয়েছেন সালমান খান। সমসাময়িকরা যখন দাপট দেখতে ব্যস্ত তখন গা ঝাড়া দিয়েছেন হৃতিক রোশন। আগামী ২৫ জানুয়ারি তিনি প্রেক্ষাগৃহে ফিরেছেন নতুন সিনেমা ‘ফাইটার’ নিয়ে।

মুক্তির পর কেটে গেছে ৩ দিন। তাই অনেকে কৌতূহলী হয়ে উঠেছেন ছবিটির আয়ের পরিমাণ জানতে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রথম দিনেই ‘ফাইটার’ আয় করে ২২.৫ কোটি। তবে লোকমুখে ছড়িয়ে পড়া পজিটিভ রেসপন্সের কারণে দ্বিতীয় দিনে, অর্থাৎ ২৬ জানুয়ারিতে আয় বেড়ে যায়। ৩৯.৫ কোটি ঘরে তোলে এই সিনেমা।

প্রত্যাশা ছিল, শনিবার ও রোববারেও এই আয় ধরে রাখতে সক্ষম হবে ফাইটার। আয় অন্তত ৩০ কোটির ওপরে থাকবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, শনিতে অনেকখানিই পড়ল আয়। ২৮.০০ কোটি নিয়েই সন্তুষ্ট থাকতে হল হৃতিক-দীপিকার সিনেমাকে।

ভারতে এ পর্যন্ত ছবিটির মোট আয় ৯০ কোটি। মুক্তির পরের ৪ দিন মিলিয়ে ১২০ কোটি হবে বলেই বিশ্বাস ফিল্ম ট্রেড অ্যানালিসিস্টদের।

‘পাঠান’ প্রযোজনা করেছে ভায়াকম১৮ মোশন পিকচার্স। পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে হৃতিকের সঙ্গে পর্দা ভাগ করেছেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button