আমি যেটা দেখাব সেটা যেন মানুষকে অনুপ্রাণিত ও বিনোদিত করে: মিশা
খ্যাতিমান ও জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর ওটিটি প্লাটফর্মের জনপ্রিয়তা বাড়ার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। ভালো গল্প ও নির্মাণ হলে যে মাধ্যমেই হোক অভিনয়কে সাদরে গ্রহণ করবেন বলে জানান তিনি। পাশাপাশি এই প্রজন্মের অভিনয়শিল্পীদের কাজের জায়গা হিসেবে অন্যান্য মাধ্যমের পাশাপাশি ওটিটি প্লাটফর্মকে বেছে নেওয়ার পরামর্শ দেন তিনি।
মিশা সওদাগর বলেন, ‘দেশে অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন। তাদের কাজের সুযোগ দিতে হবে। দেশে তথাকথিত অনেক তারকা আছে। তাদের পারিশ্রমিক অনেক, যে কারণে সব জায়গায় তাদের কাজে লাগানো যায় না। তবে যাদের কাজের ক্ষেত্র কম তাদের ওটিটি প্লাটফর্মে কাজে লাগানো যেতে পারে। এই সিদ্ধান্ত নিতে পারলে কনটেন্ট তখন তারকা হয়ে যাবে। ভারতে অনেক ওটিটি প্লাটফর্ম দেখলে আমরা বুঝতে পারব এ বিষয়ে তারা অনেক পরিবর্তন এনেছে। আসলে এই সময়ে তারকা মুখ্য না, গল্পটা আসল। খেয়াল রাখতে হবে, আমি যেটা দেখাব সেটা যেন মানুষকে অনুপ্রাণিত ও বিনোদিত করে। আমরা দেখেছি, কিছুদিন আগে স্পেসেও শুটিং হয়েছে। সেখান থেকে অভিনয়শিল্পী ফিরেও এসেছেন।’
গতকাল দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিএফডিসির সামনে চলচ্চিত্রের সব সংগঠন মানববন্ধন করে। যেটি শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন মিশা সওদাগর। এ ছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক শাহীন সুমন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, মাসুদ পারভেজ রুবেল, চিত্রনায়িকা অঞ্জনা রহমান, ওমর সানীসহ অনেকে।