‘আপত্তিকর’ দৃশ্য না দেখানোর নির্দেশ পাকিস্তানের টিভিতে
পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির (পিইএমআরএ) সম্প্রতি টিভি চ্যানেলগুলোতে প্রচারিত ধারাবাহিক কিংবা নাটকে আপত্তিকর দৃশ্য না দেখানের নির্দেশ দিয়েছে। এ প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ‘পিইএমআরএ’। এতে উল্লেখ রয়েছে, অনেক দর্শক অভিযোগ করেছেন, নাটক বা সিরিয়ালে যে বিষয়বস্তু দেখানো হচ্ছে তা পাকিস্তানি সমাজের সংস্কৃতিকে তুলে ধরছে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ধারাবাহিক বা নাটকে আলিঙ্গন, প্রেম, বিবাহ বহির্ভূত সম্পর্ক, অশ্লীল ও সাহসী পোশাক, বিছানার দৃশ্য এবং বিবাহিত দম্পতির ঘনিষ্ঠতার দৃশ্য দেখানো হয়, যা ইসলামি শিক্ষা ও পাকিস্তানি সমাজের সংস্কৃতির প্রতি সম্পূর্ণ অসম্মানের।’ পাশাপাশি চ্যানেলগুলোকে অশালীন পোশাক, বিতর্কিত ও আপত্তিকর প্লট, বিছানার দৃশ্যসহ ধারাবাহিকে বিষয়বস্তুর পর্যালোচনা করার জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ভবিষ্যতে এই নির্দেশ অমান্য করলে চ্যানেলের লাইসেন্স বাতিল করা হবে বলেও জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে এরই মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নেটিজেনদের একজন লিখেছেন, ‘আমাদের সব নাটকে নারীদের প্রতি সহিংসতা বন্ধেরও এমন একটা নোটিশ চাই। কিন্তু আমার মনে হচ্ছে, সহিংসতার চেয়ে আলিঙ্গন বেশি মারাত্মক।’ অপর একজন লিখেছেন, ‘এই দেশটাকে রিবুট করা প্রয়োজন।’ অন্য আরেক জন মন্তব্য করেছেন, ‘সহিংসতা দেখানো ঠিক আছে কিন্তু আদর-যত্ন নয়? ওকে ঠিক আছে। বিষয়টি আমলে নিলাম।’ ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টের আইনি উপদেষ্টা রীমা ওমর বলেন, ‘অভিযোগের কিছুটা সত্যতা সম্পর্কে আমরা জানতে পেরেছি। বিবাহিত দম্পতিদের মধ্যে ঘনিষ্ঠতা এবং আলিঙ্গন পাকিস্তানি সমাজের বাস্তবের চিত্র নয়। এগুলো গ্ল্যামারাইজড হওয়া উচিত নয়। আমাদের সংস্কৃতি হলো নিয়ন্ত্রণ, অপব্যবহার এবং হিংসা, যা আমাদের গর্বের সঙ্গে রক্ষা করতে হবে। আর সেগুলো ভিনগ্রহের মূল্যবোধ।’