Hit NewsOTTSpecial

আগে এরকম কাজ করেননি ফারিণ (ভিডিও)

জঙ্গিবাদের থাবায় তরুণদের মগজ ধোলাই হওয়াকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রায়হান রাফি’র একটি ওয়েব ফিল্ম। ওয়েব ফিল্মটি নাম দেওয়া হয়েছে ‘নিঃশ্বাস’; যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রকাশ পেয়েছে রায়হান রাফির এই ওয়েব ফিল্মটি।

‘নিঃশ্বাস’ নিয়ে তাসনিয়া ফারিণের ভাষ্য, ‘ক্যারিয়ারে এ রকম কাজ করা হয়নি। কাজটা করার জন্য আমাকে নতুন অনেক কিছু করতে হয়েছে। ফাইট ট্রেনিং, লড়াই প্রশিক্ষণ, অস্ত্র প্রশিক্ষণসহ শারীরিকভাবে অনেক কিছু শিখতে হয়েছে। সেই সাথে আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই চরিত্রের দর্শনটা বিশ্বাস করা। আর প্রথমবার আমি এমন একটা চরিত্র করেছি, যেখানে বাস্তবে আমার সাথে বিন্দুমাত্র মিল নেই।’

ফারিণ আরও বলেন, ‘আমি শুধু চাই মানুষ কোনও বিচার ছাড়াই কনটেন্টটা উপভোগ করুক। এই গল্প বা চরিত্রগুলো খুবই ধূসর। সহানুভূতি নিয়ে দেখলে দর্শক গল্পটি আরও ভালোভাবে বুঝতে পারবে।’

এই ফিল্মে তাসনিয়া ফারিণ ছাড়াও দেখা মিলবে ইমতিয়াজ বর্ষণ, সাফা কবির, সৈয়দ জামান শাওন, রাশেদ মামুন অপু, দিলারা জামানসহ এক ঝাঁক অভিনেতাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button