আগামীকাল শুট শেষ, কবে মুক্তি পাচ্ছে ‘গলুই’?
এস এ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ সিনেমাটিতে শাকিবের বিপরীতে প্রথম বার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমাটিতে দেখা যাবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প। জামালপুরে আগামীকাল শুট শেষ হচ্ছে ‘গলুই’ সিনেমার। কবে মুক্তি পাচ্ছে সিনেমাটি? সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন, ‘বড় বাজেটের সিনেমা এটা। আমরা উৎসবে মুক্তি দিতে চাই। আপাতত আমাদের পরিকল্পনা ভালোবাসা দিবসে বা বৈশাখে সিনেমাটি মুক্তি দেওয়া।’
গেল শনিবার টানা ৩৫ দিন ‘গলুই’ সিনেমার শুট শেষ করে ঢাকায় ফিরেছেন শাকিব খান। শাকিব-পূজা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ, কণাসহ অনেকে।
‘গলুই’ সিনেমার মাধ্যমে প্রথম বার অনুদানের সিনেমায় নাম লিখিয়েছেন শাকিব খান। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।
সূত্র: এনটিভি অনলাইন