Dance and SongHit NewsSpecial
অসম্মান বোধ করায় বিশ্বকাপে গান গাইবেন না শাকিরা! (ভিডিও)
এবারের কাতার ফুটবল বিশ্বকাপের মঞ্চে ঝড় তোলার কথা ছিল শাকিরার। কিন্তু কাতারের নিয়মে ‘অসম্মান’ বোধ করায় বিশ্বকাপের মঞ্চে গান গাইবেন না তিনি।
২০ নভেম্বরের উদ্বোধনী অনুষ্ঠানে ডুয়া লিপার পর সরে দাঁড়ালেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
হঠাৎ কেন বিশ্বকাপ মঞ্চ থেকে সরে দাঁড়ালেন শাকিরা? এ বিষয়ে কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, কাতারে বিশ্বকাপ দেখতে আসা অথবা পারফরম্যান্সে অংশগ্রহণকারী সবাইকেই দেশটির নিয়ম মানতে হবে।
নিয়ম হলো: কাতারের ভূমিতে পুরো শরীর কাপড়ে আবৃত রাখতে হবে। কাতারের এ নিয়মকে ‘সম্মানহীন’ বলে উল্লেখ করেছেন শাকিরা। এ কারণেই ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে পারফর্ম করা শাকিরা কাতারে বিশ্বকাপ মঞ্চে থাকতে অস্বীকৃতি জানিয়েছেন।