Binodon HitsDhallywood

অবশেষে মুক্তি পাচ্ছে ‘লাল মোরগের ঝুঁটি’

নূরুল আল আতিকের সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’ গতকাল রোববার সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। অনুদান পাওয়ার ছয় বছর পর অবশেষে আলোর মুখ দেখছে সিনেমাটি। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা। পান্ডুলিপি কারখানা প্রযোজিত ‘লাল মোরগের ঝুঁটি’ ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পায়।

এ প্রসঙ্গে নূরুল আলম আতিক বলেন, ‘আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ছবিটি আমরা অনেক বেশি মানুষকে দেখাতে চাই। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এটা আমাদের নিবেদন।’

মুক্তিযুদ্ধের গল্পের এই সিনেমার শুটিং শুরু হয় ২০১৬ সালে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, সদ্য প্রয়াত অনন্ত মুনির, সৈকত, যুবায়ের, অনন্ত, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহের গৌরীপুর এলাকার সাধারণ মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button