অনেকেই অনুমতি ছাড়া স্পর্শ করার চেষ্টা করতেন : সোহিনী
অভিনয়ের যাত্রাপথে বারবার কুৎসিত মানসিকতার মানুষের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। তার জীবনে কোনো খলনায়ক নেই। সম্প্রতি তার অন্ধকার জীবনের ঘটনা শেয়ার করলেন এই অভিনেত্রী।
সোহিনী জানান, সবে মাত্র ধারাবাহিকে কাজ শুরু করেছেন। সেখানেই এক ব্যক্তি অনুমতি ছাড়া তাকে স্পর্শ করার চেষ্টা করতেন। সোহিনী বলেন, ‘আমি তখন খুবই ছোট। একাদশ কি দ্বাদশ শ্রেণিতে পড়ি তখন। মন দিয়ে কাজ করার চেষ্টা করতাম। কিন্তু সে আমাকে প্রচণ্ড বকছে। আমি বুঝতে পারতাম না, কেন বকছে। ঠিক পর মুহূর্তেই সাজঘরে গিয়ে আমার সঙ্গে আন্তরিক হওয়ার চেষ্টা করত সে। যাতে আমি তার জালে খুব সহজেই ধরা দিই। কিন্তু তা দিইনি।
২০০৫-০৬ সালের ঘটনার কথা বলছি আমি। সে সময় তো আর ফেসবুক ছিল না! তাই সবাইকে জানতে পারিনি। কিন্তু ধারাবাহিকের সেটে বয়সে বড় সহকর্মীরা আমাকে সাহায্য করেছিলেন।’
আজও সেই ঘটনার কথা ভুলতে পারেননি সোহিনী। তার কথায়, ‘এই মানুষগুলোকে একটা সময়ের পরে আর ইন্ডাস্ট্রিতে দেখিনি। কারণ কাজ করার ক্ষমতা ছিল না তাদের মধ্যে।’