Hit NewsTheatre

অতিথি হয়ে পুলিশিং ডে তে রিয়াজ-ফেরদৌস-অপু

আজ ৩০ অক্টোবর ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ প্রতিপাদ্য নিয়ে পালন করা হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে রাজধানীর পুলিশ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (এমপি), বিশেষ অতিথি ছিলেন এ কে এম রহমত উল্লাহ এমপি। এছাড়াও অতিথি হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।

২০১৬ সাল থেকে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ মতবাদ অনুসরণ করে ব্যাপকভাবে কমিউনিটি পুলিশিং কার্যক্রম চালিয়ে আসছে বাংলাদেশ পুলিশ। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে।

এর ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং-এর কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আটটি অপরাধ বিভাগে পৃথক কর্মসূচি পালনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

 

সূত্র: রাইজিং বিডি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button